নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রানিনগর এলাকার আইয়ুব আলীর ছেলে রাব্বি (২৭) ও কাটাখালি থানার শ্যামুর এলাকার নাসিরের ছেলে রাব্বি (১৯)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার
সদর থানাধীন শিবতলা মালোপাড়া নতুন ষ্টেডিয়াম গেটের সামনে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও একটি ট্রাক আটক করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা গাঁজাগুলো গোমস্তাপুর থেকে নিয়ে রাজশাহীর জেলার গোদাগাড়ীতে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।