1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীকে “সৎ চরিত্রবান” বলে প্রত্যয়ন দিয়েছিলেন মেয়র রবি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীকে “সৎ চরিত্রবান” বলে প্রত্যয়ন দিয়েছিলেন মেয়র রবি

  • প্রকাশের সময় : সোমবার, ২১ মে, ২০১৮
বন্দুক যুদ্ধে নিহত লিয়াকত ও মেয়র রবির দেওয়া প্রত্যয়ন পত্র উপরে।

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বেলপুকুর থানার ছোট জামিরা এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলীকে “সৎ চরিত্রবান” বলে প্রত্যয়ন দিয়েছিলেন পুঠিয়া পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি। চলতি ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসের ৮ তারিখে দেওয়া প্রত্যয়ন পত্রে তিনি লিখেন, লিয়াকত আলী একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান। বর্তমানে সে আওয়ামী যুবলীগের বানেশ্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। সে সৎ চরিত্রবান ও পরিশ্রমী ছেলে। আমার জানামতে সে কোন রাষ্ট্রাবিরোধী কাজে জড়িত নয়।

মেয়রের প্রত্যয়ন পাওয়া সেই শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। আর মাদক ব্যবসায়ীকে প্রত্যয়ন দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার শুরু হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, মেয়র রবি অর্থ নিয়ে একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে সৎ চরিত্রবান বলে প্রত্যয়ন দিয়েছিলেন।

উল্লেখ্য, গতকাল রোববার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটিরে দিকে ছোট জামিরা এলাকার রাস্তার পাশের আমবাগানে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় মাদক ব্যবসায়ী লিয়াকত আলী। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, অপহরণসহ ১১ টি মামলা চলমান রয়েছে। সে রাজশাহী অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে র‌্যাব জানায়।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST