নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর মাদক বিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা এবং ১৮৯ বোতল এ্যালকোহল উদ্ধার ও ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০৫ জন মাদকসেবী’কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ১৫ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন এলাকায় মাদক স্পটে অভিযান চালিয়ে দু’জন মাদকসেবীকে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
নাচোল থানাধীন চাঁনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে আজম আলী (১৮), ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল একই দিন সদর উপজেলার লোচনগড় এলাকায় অভিযান চালিয়ে আলমগীর (২৬) ১৯.৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করা করে। পরে রাজশাহী জেলার বাগমারা থানাধীন চক মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে নাঈম হোসেন (২০), ও জাকিরুল ইসলাম (২৪), ১৮৯ বোতল এ্যালকোহলসহ গ্রেফতার করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন পত্ব্রীতলা জ এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবী’কে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- দেওয়া হয়। র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে