নিজস্ব প্রতিবেদক :
ভারতীয় আমদানি নিষিদ্ধ ১ লাখ ৪৩ হাজার ১৬০ পিস চকলেট বোমা (পটকা) সহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি দল। ১১ জুন আনুমানিক দেড়টার দিকে জয়পুরহাট জেলার সদর থানাধীন পূর্ব পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মৃত আব্দুল মজিদ মÐলের ছেলে মাহমুদুল হাসান (২২), কুমারাপাড়া এলাকার শাহিন আহমেদের ছেলে নয়ন আহমেদ (২২) ও সাতমাইল এলাকার নান্নু শেখের ছেলে আনোয়ারুল শেখ (২৩)।
র্যাব জানায়, ১১ জুন সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ভারত থেকে আমদানী নিষিদ্ধ পটকা (আতশবাজী) একটি বড় চালান পিকআপ যোগে পাঁচবিবি থেকে পাবনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। বিষয়টি জানার পর র্যাবের একটি দল ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেয়। পিকআপটি ঘটনাস্থলে পৌঁছানোর পর র্যাব পিকআপটির গতিরোধ করে এবং আশপাশের লোকজনের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে ৯টি চটের বস্তায় মোড়ানো ১ লাখ ৪৩ হাজার ১৬০ পিস চকলেট বোমা (পটকা) উদ্ধারসহ তিনজনকে আটক করে।
খবর২৪ঘণ্টা/এমকে