1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রোহিঙ্গা ক্যাম্পে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

  • প্রকাশের সময় : রবিবার, ৩ ফেব্ুয়ারী, ২০১৯

খবর ২৪ঘণ্টা ডেস্ক: এবার রোহিঙ্গাদের দেখতে ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জাতিংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত হিসাবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন। কূটনৈতিক সূত্রগুলো তার সফরের বিষয়টি নিশ্চিত করলেও সময়ক্ষণ জানাতে অপারগতা প্রকাশ করেন। জানানো হয়- রবিবার রাতে বা সোমবার দিনের শুরুতে তিনি ঢাকায় পৌঁছাচ্ছেন। বুধবার পর্যন্ত কক্সবাজারে কাটাবেন।

সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ইউএনএইচসিআর এর বিভিন্ন কর্মসূচি অংশ নেবেন তিনি। সূত্রগুলো অবশ্য এটাও বলছে, তার সফরসূচিতে শেষ পর্যন্ত পরিবর্তন আসতে পারে। বছরের পর বছর ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সাথে কাজ করা জোলি সংস্থাটিতে ২০১২ সালের এপ্রিলে বিশেষ দূত হিসেবে যোগ দেন।

এরইমধ্যে তিনি মানবতার প্রতি সাড়া দিতে বিশ্বের দেশে দেশে গেছেন। শরনার্থীদের দুঃখগাথা তুলে ধরেছেন বিশ্ব ফোরামে। ব্যাপক মানুষের স্থানচ্যুতি বা বাস্তুচ্যুতিতে যে বৈশ্বিক সংকট জটিল হচ্ছে সেটি ইউএনএইচসিআর-এর প্রতিনিধি হিসাবে দুনিয়ার কাছে তুলে ধরছেন তিনি।

২০১২ সালের এপ্রিলে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হওয়ার আগে সংস্থাটিতে ২০০১ সাল থেকে শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন। বিরামহীনভাবে কাজ করে যাওয়া অ্যাঞ্জেলিনা জোলি প্রায় ৬০টির মতো মাঠ পর্যায়ের মিশন পরিদর্শন করেছেন এবং নিজেকে বাস্তুচ্যুত বা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবকের পর্যায়ে নিতে সক্ষম হয়েছেন

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST