খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ৷ এদিন প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন পতুগিজ ফরোর্য়াড রোনালদো৷
মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তিন মিনিটও লাগেনি রোনালদোর গোল করতে। মাত্র ২ মিনিট ৪৭ সেকেন্ডে ইস্কোর পাস থেকে গোলমুখ খোলেন রোনালদো। তার চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে জুভেন্টাসের বিপক্ষে এই গোলটাই ছিল দ্রুততম।
দ্বিতীয়ার্ধের পর রোনালদোকে নিয়ে মাঠে শিল্প একে দিলেন কোচ জিদান। বেসামাল চিয়েলিনিরা দিবালা বুফন কস্তারাও রোনালদোর দ্বিতীয় গোলে নির্বাক। পেনাল্টির জায়গা থেকে করলেন বাইসাইকেল গোল। পরে জুভেন্টাস ফ্যানরাও দাঁড়িয়ে সম্মান জানান রোনালদোকে। ভাষ্যকার বললেন অবিশ্বাস্য কিছু এই মানুষটা করতে পারে। তিনি সেরা। রোনালদো প্রশংসায় পুরো ফুটবল বিশ্ব। ৬৪ মিনিট তখন ফুটবল বিশ্ব থমকে গেলো রোনালদো জাদুতে।
৭২ মিনিটে আবারো রোনালদো মার্সেলো জাদু। রোনালদোর বাড়িয়ে দেয়া বলে বুফনকে বোকা বানিয়ে আলতো ছোয়ায় বল উপরে তুল্লেন মার্সেলো।
খবর২৪ঘণ্টা.কম/রখ