ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর কথায় বদলাবে না, লিওনেল মেসিই সেরা খেলোয়াড় -জোসেপ ভাইভস

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৩, ২০১৭ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: এ বছর ব্যালন ডি’অরের সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছুয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালেদো। ওই অনুষ্ঠানে নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার বলেও দাবি করেন তিনি।

কিন্তু রোনালদোর সঙ্গে একমত নন বার্সেলোনার পরিচালক জোসেপ ভাইভস। তিনি রোনালদোকে তার সাফল্যের জন্য অভিনন্দিত করেছেন। সঙ্গে এও বলেছেন, ‘রোনালদোর কথায় কিছু বদলাবে না। লিওনেল মেসিই ইতিহাস সেরা খেলোয়াড়। ‘

পঞ্চম ব্যালন ডি’অর হাতে নিয়ে সম্প্রতি রোনালদো বলেন, ‘আমিই ইতিহাসের সেরা খেলোয়াড়। ভালো মুহূর্তগুলোতেও, খারাপেও। সবার পছন্দকে আমি সম্মান করি কিন্তু আমার চেয়ে সেরা কাউকে দেখিনি। আমার মতো করে কোনো ফুটবলারই খেলতে পারবে না। আমার চেয়ে কোনো স্বয়ংসম্পূর্ণ খেলোয়াড় নেই।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।