খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মেসির সঙ্গে রোনালদোর দ্বৈরথ নতুন কিছু নয়। প্রায় এক যুগ ধরেই ব্যালন ডি’অর কিংবা ফিফার বর্ষসেরার পুরস্কার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। দুইজনের এই দ্বৈরথে অনেকেই ভাবতেন মেসির দেশ আর্জেন্টিনাকেও হয়তো পছন্দ করেন না সিআরসেভেন। তবে রোনালদো জানালেন ভিন্ন কথা। জানালেন আর্জেন্টিনাকেও ভালোবাসেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ ভিডিওতে ভক্তদের প্রশ্নের উত্তরে জানান, ‘অনেকেই মনে করেন আমি আর্জেন্টিনাকে পছন্দ করি না। কিন্তু আমি আর্জেন্টিনাকে পছন্দ করি, খুব পছন্দ করি।’
এরপর অনেকেই বলতে শুরু করেন তাহলে মেসির জন্যই হয়তো আর্জেন্টিনাকে ভালোবাসেন রোনালদো। তবে সবার দ্বিধা কাটাতে সাহায্য করেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। তিনি জানান, ‘আমার বাবা আর্জেন্টাইন। আমার জন্ম হয়েছে বুয়েন্স আইরেসে। বাবা অনেক চেষ্টা করেছিল মাকে আর্জেন্টিনায় স্থায়ী করতে কিন্তু পারেননি।’
এর মানে হল ভালোবাসার মানুষের জন্যই আর্জেন্টিনার প্রতি রোনালদোর এই ভালোবাসা, মেসির জন্য নয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ