ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রোজার পর দেখতে চাই সরকারের জোর কত: মান্না

খবর২৪ঘন্টা ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রোজার পর দেখতে চাই সরকারের জোর কত, আর জনগণের কত জোর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, এই সরকার ১৫ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। তারা লুটপাট করে দেশকে ফোকলা করেছে। সারা দুনিয়া জানে আওয়ামী লীগ সরকার ভোটচোর। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, আমেরিকা চাইলে যেকোনো দেশের ক্ষমতা উল্টাতে-পাল্টাতে পারে। এই বক্তব্যে প্রমাণ হয়েছে সরকারের পতন ঘণ্টা বেজে গেছে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে খালেদা জিয়ার মুক্তি হবে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে না। মানুষ বাজারে গিয়ে দিশেহারা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।

অনুষ্ঠানে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোফাজ্জল হোসেন হৃদয়, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, সংগঠনের সহসভাপতি এম ইলিয়াস হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সুত্র- আরটিভি
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।