1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রোগীর স্বজনদের তথ্য গোপন, মিটফোর্ডে করোনায় আক্রান্ত ১২ জন - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

রোগীর স্বজনদের তথ্য গোপন, মিটফোর্ডে করোনায় আক্রান্ত ১২ জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: এবার রোগীর স্বজনদের তথ্য গোপনের কারণে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। গত শনিবার একজন রোগীর অস্ত্রোপচারের সময় যারা ছিলেন তারাই আক্রান্ত হয়েছেন। ওই রোগী নারায়ণগঞ্জ জেলা থেকে আসলেও রোগীর স্বজনরা বলেছিলেন তারা মাদারীপুর থেকে এসেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী গণমাধ্যমকে জানান, করোনা ভাইরাস সংক্রমিত হওয়াদের মধ্যে আছেন হাসপাতালে কর্মরত সার্জারি ও গাইনি বিভাগের পাঁচজন চিকিৎসক, চারজন নার্স ও তিনজন অন্য স্বাস্থকর্মী।

তিনি আরও জানান, গত শনিবার সার্জারি বিভাগে ভর্তি হওয়া একজন রোগীর অস্ত্রোপচার হয়, সে অস্ত্রোপচারের সঙ্গে যারা যুক্ত ছিলেন,তারা সবাই আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত এক চিকিৎসক বলেন, ‘গত শনিবার সার্জারি বিভাগে একজন রোগী আসেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেদিনই অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ওই সময় রোগীর স্বজনরা জানান, তারা মাদারীপুর থেকে এসেছেন। কিন্তু অস্ত্রোপচার শেষে জ্ঞান ফেরার পর রোগীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পরে চিকিৎসকরা কোভিড-১৯ টেস্ট করার সিদ্ধান্ত নেন।’

পরের দিন জানা যায়, রোগীর করোনা ভাইরাস পজিটিভ। তখনই ইমার্জেন্সি ওটি এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ড লকডাউন করা হয়।

চিকিৎসকরা বলেন, ‘আমরা যারা সে রোগীর সঙ্গে ছিলাম তারা হোম কোয়ারেন্টিনে চলে যাই। নিজেদের টেস্ট করাই। কিন্তু যেটা রিপোর্ট এলো, তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমরা।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team