ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড সামরিক বাজেটে স্বাক্ষর ট্রাম্পের

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৩, ২০১৭ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জন্য রেকর্ড পরিমাণ ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেটে সই করেছেন। ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট বা এনডিএএ-২০১৮ গতকাল মঙ্গলবার পাস হয়েছে। তারপর ট্রাম্প এ বাজেটে সই করেন।

গত ৯ নভেম্বর কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা এ বাজেট অনুমোদন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক খাতের জন্য যে পরিমাণ বাজেট দেয়ার অনুরোধ করেছিলেন কংগ্রেস তার চেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। ২০১৮ অর্থবছরের জন্য ৭০০ বিলিয়ন ডলারের বেশি অর্থের অনুমোদন দেয়া হয়েছে।

হোয়াইট হাউসে বাজেট পাসের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এই প্রতিরক্ষা বাজেট পাসের মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক শক্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করলাম।’

ট্রাম্প গতকাল যে বাজেট পাস করেছেন তা রাশিয়াসহ সাতটি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। বাড়তি বাজেট পাসের ফলে মার্কিন সেনাবাহিনীর জন্য ১৪টি যুদ্ধজাহাজ ও ৯০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনা হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।