নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের গাড়ী চালক আব্দুস সালাম ৫০ কে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রুয়েটের মহিলা হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। তিনি রুয়েটের কোয়ার্টারে থাকতেন। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানাধীন দেবিসিংপাড়া এলাকায়।
রুয়েটের আরেক বাস চালক আব্দুল হালিম জানান, সোমবার রাতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে এনওডি দিয়ে হাসপাতালের ৮নং ওয়ার্ডে দ্রুত পাঠায়। ৮ নং ওয়ার্ডে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে কারা আঘাত করে মেরে ফেলেছে তা জানা যায়নি।
তার পেট ও মথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
৮ নং ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বলেন, তার মৃত্যু হয়েছে। তাকে বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিক বলেন, একজনের মৃত্যু হয়েছে। কে বা কারা তাকে মেরেছে তা জানা যায়নি।
এ বিষয়ে জানার জন্য মতিহার থানার ওসি শাহাদত হোসেনকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভি করেন নি।
খবর২৪ঘণ্টা/এমকে