খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: গত বছরই বার্সেলোনা ছেড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। বছর না পার হতেই গুঞ্জন রিয়ালে পা দিচ্ছেন তিনি। তবে এই ব্রাজিল তারকা জানালেন, আপাতত ট্রান্সফার নয়, রাশিয়া বিশ্বকাপে দৃষ্টি তার।
ইউনিয়ন অব প্রোফেশনাল প্লেয়ার ইন ফ্রান্স (ইউপিপিএফ) এর লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কান নিতে গিয়ে নেইমার জানান, রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার ইউনাইটেড? যেখানেই হোক না কেন, সবাই জানে আমি কেন পিএসজিতে এসেছি। সবাই এটাও জানে আমি কি করতে চাই।
তিনি আরো বলেন, এ মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জেতা। এটা ট্রান্সফার ফি নিয়ে কথা বলার সময় নয়। আমি রীতিমতো বিরক্ত এই ব্যাপারটি নিয়ে। রাশিয়া বিশ্বকাপে জাতীয় দলকে নিয়েই আমি আপাতত ভাবছি।
খবর২৪ঘণ্টা.কম/নজ