রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর ভড়ুয়াপাড়ায় সরকারি রাস্তা, মসজিদ এবং কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী পুকুর মালিকের বিরুদ্ধে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
অভিযোগে প্রকাশ, পুঠিয়ার বেলপুকুর ভড়ুয়াপাড়া বাজার থেকে সরুপনগর গ্রামে যাতায়াতের সরকারি রাস্তা, মসজিদ, কবরস্থান ও এলাকার গরিব মানুষের কিছু জায়গাজমি আক্কাছ আলী নামের এক প্রভাবশালী ব্যক্তি। গ্রামের মধ্যে রাস্তার পাশে পুকুর খনন করায় পুকুরের পাড়ের গরিব মানুষের কয়েকটি বাড়ির পার্শ্বের জায়গা, যাতয়াতের পাকা রাস্তা, মসজিদ ও কবরস্থানের জায়গা ভেঙ্গে তার পুকুরের বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী তার ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
অপরদিকে মসজিদের জায়গায় পানি উঠে বাউন্ডারি ওয়াল ফেটে গেছে। তার পুকুরের পাড় নাই। সে তার পুকুরে মাছ চাষের সুবিধার্থে পুকুরের দক্ষিণ পাশের সরকারি পাকা রাস্তা ড্রেজার দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রয় করে এবং পকুরের কাদা মাটি তুলে রাস্তায় দেয়। বর্ষা মৌসুমে সেই সরকারি রাস্তার মাটি ধসে পুকুরে নেমে যায়। ফলে উক্ত রাস্তা দিয়ে স্থানীয় জনগণের চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে।
বেলপুকুর ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি আব্দুল জলিল জানান, আক্কাস আলী ওইসব জায়গা জমি দখল করেনি। তবে জায়গাগুলো ভেঙে তার পুকুরে বিলীন হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে আক্কাছ আলীর সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আপনাদের এ খবর রাখতে কে বলেছে। আমি সবাইকে ম্যানেজ করে চলি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি, আমাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য।
উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। সেই পুকুর মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলে মাসিক আইন শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়েছে।
বিএ/