খবর২৪ঘন্টা ডেস্কঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৪ যুবকের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ভোরে এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি গুলির চিহ্ন কিনা বলতে পারেনি পুলিশ।
তিনি জানান, লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। এদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। ওসি জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় এদের হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। লাশের পাশ থেকে দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। ওসি এম এ হক জানান, এরা আসলে ডাকাত কিনা তা নিয়েও তদন্ত চলছে।
খবর২৪ঘন্টা / সিহাব