নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজধানী ঢাকায় মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।জানা গেছে, ঢাকা সফরের উদ্দেশে গত ১৮ অক্টোবর রাজশাহী ছাড়েন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম
কামারুজ্জামান হেনার সুযোগ্য সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ঢাকা সফরকালে আজ বৃহস্পতিবার নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
খবর ২৪ ঘণ্টা/এমকে