নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। শনিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহবান জানান সুজনের নের্তৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয় নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব না।
সিটি কর্পোরেশন সুষ্ঠু না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিগতভাবে আমরা নতুন সংকটের মুখোমুখি হতে পরি। যা আমাদের একটি অনিশ্চিত ভবিষতের দিকে নিয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এরিয়া কো-অডিনেটর সুব্রত পাল, সুজন জেলার সভাপতি আহমেদ শফি উদ্দিন, মহানগর সভাপতি পিয়ার বক্স। বাইট : সুব্রত পাল,এরিয়া কো-অডিনেটর, রাজশাহী।
খবর২৪ঘণ্টা/এমকে