নিজস্ব প্রতিবেদক :
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ উপলক্ষে রাজশাহী মহানগরীতে বসবাসরত শিবগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর মালদা কলোনীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সহসভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জের সাবেক এমপি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক।
সভায় আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, বিনোদপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমীন, অববসরপ্রাপ্ত কর্নেল মনির, অবসরপ্রাপ্ত মতিউর রহমান, রাজপাড়া থানা আ’লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ফারুক, সিএনএফ এসোশিয়েসনের সভাপতি হারুন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সুপার গোলাম কিবরিয়া,
শিবগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিউলি বেগম ও জেলা যুবলীগের সহসভাপতি মেসবাউল হক বাবুসহ উপজেলার অন্যান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন রাজশাহী সিটি নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। তাই সবাইকে সিটি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে এএইচএম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করার আহবান জানান।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।