নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান হাবিব ঘুড়ি প্রতীকের লোকজন কর্তৃক আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার আচরণ বিধি লঙ্ঘন করায় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামাল হোসেন ট্রাক্টর প্রতীক এর প্রধান নির্বাচনী এজেন্ট শরিফুল ইসলাম।
অভিযোগে বলা হয়, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবের লোকজন দাসপুকুর ছোট মসজিদ এর উত্তর ও পূর্ব পাশে বসবাসরত লোকজনকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়েছে চলেছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ করার দাবি জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।