নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবিরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে রাসিকে তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তারা। সাক্ষাতকালে আরইউজের নিজস্ব প্রকাশনা “মিডিয়া মিরর” প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবিরের হাতে তুলে দেওয়া হয়। “মিডিয়া মিরর” এ ১৯৭৭ সালে আরইউজের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, সাবেক সভাপতি-সম্পাদকদের তালিকা, সাংবাদিকতার আদিঅন্তসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংবলিত বিশিষ্ট লেখকদের লেখনি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সদস্য মুহিব্বুল আরেফিন, ডালিম হোসেন শান্ত প্রমুখ।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।