নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারীদের এ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) বাৎসরিক ৬০ ঘন্টাব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, নাগরিক সেবা বৃদ্ধি করতে
রাসিকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার শিখতে হবে। নিজেকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান নাগরিকদের উন্নত সেবা প্রদানে সহযোগিতা করবে বলে আশা করছি।
রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল। এ প্রশিক্ষণ কর্মসূচিতে রাসিকের বিভিন্ন শাখার ৩০ জন কর্মচারী অংশগ্রহণ করছে।
আর/এস