নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার দখল হওয়া ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণায় অভিযানের আগেই ফাঁকা হতে শুরু করেছে ফুটপাতগুলো। গত বৃহস্পতিবার ও শুক্রবার সরজমিনে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর ফুটপাত ও সরকারী জায়গা দখল করে তৈরি করা দোকানগুলো নিজেরাই ভেঙ্গে নিচ্ছেন মালিকরা। এর আগে রাজশাহী সিটি কর্পোরেশন মাইকিং করে ফুটপাত দখল করে বসা স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয়। মালিকরা নিজে নিজে না করলে জরিমানা করার ঘোষণাও দেওয়া হয়। এমন ঘোষণার
পর ফুটপাত দখলকারীরা নড়েচড়ে বসে। নগরীর লক্ষীপুর, রেলগেট, সাহেব বাজার সিটি বাইপাস রোডসহ নগরের বিভিন্ন এলাকায় দখল হওয়া ফুটপাত প্রায় খালি হয়ে পড়েছে। যে যার মতো করে ভেঙ্গে নিচ্ছেন। গত ৪ তারিখ থেকে রাসিকের অভিযান চালানোর কথা ছিলো। দোকান ভেঙ্গে নেওয়া কয়েকজন দোকানির সাথে কথা হলে তারা জানান, সিটি কর্পোরেশন থেকে দোকান ভেঙ্গে নিতে বলেছে তাই ভেঙ্গে নেওয়া হচ্ছে। কর্পোরেশন বসতে না দিলে আর জোর করে থাকা যাবে না। নিজেরা না ভাঙলে
জরিমানাসহ ভাঙ্গা হবে এমন ঘোষণার কারণে নিজেরাই ভেঙ্গে নিচ্ছি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর ফুটপাতগুলো দখল করে বিভিন্ন খাবার দোকান স্থাপনা তৈরি করে রেখেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এরপরেই ফুটপাত খালি করার ঘোষণা দেওয়া হলো। ফুটপাত নিয়ে প্রায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর