নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন পৌরসভার কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কোর্ট শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পৌরসভা এশোসিয়েশন রাজশাহী জেলা শাখা।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা এশোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সভাপতি
রোকমত জামান টিটু, সাধারণ সম্পাদক মাসদু রানা ও নওহাটা পৌর এশোসিয়শনের আহবায়ক সাজ্জাদ হোসেন। মানবন্ধন থেকে পৌরসভা কর্মচারীদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান ও পেনশনের দাবি জানানো হয়। অল্প সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়।
এস/আর