নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে নওহাটা পৌরসভার কর্মচারীরা। সোমবার সকাল থেকে তারা এ কর্মবিরতি পালন শুরু করে।
জানা গেছে, পৌরসভার কর্মচারীরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবিতে আন্দোলন করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের আরো ৩২৭টি পৌরসভার কর্মচারীদের সাথে পূর্ণদিসব কর্মবিরতি পালন করে নওহাটা পৌরসভার কর্মচারীরা।
নওহাটা পৌরসভা ৩৫ জন স্থায়ী ও ৪২ জন অস্থায়ী কর্মচারী রয়েছে। অস্থায়ী কর্মচারীরা স্থায়ীকরণের দাবিতে স্থায়ী কর্মচারীদের সাথে একাত্মতা ঘোষণা করে। আগামীকাল ১৬ তারিখ পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে