খবর ২৪ ঘণ্টা ডেস্ক: রাশিয়ায় সুখোই সুপারজেট-১০০ নামে একটি যাত্রীবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪১ জন। এসময় আহত হয়েছে আরও পাঁচ জন।
রবিবার দেশটির শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী বিমানটিতে আগুন লাগার পর জরুরি অবতরণের সময় এ প্রাণহানির ঘটনা ঘটে।
জানা যায়, সুখোই সুপারজেট-১০০ বিমানটি স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করে। বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল। রাজধানী মস্কো থেকে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কে যাত্রার কথা ছিল বিমানটির। তবে কী কারণে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। খবরে বলা হয়েছে, প্রথমবার জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয় বিমানটি।
খবর২৪ঘণ্টা, জেএন