খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সিরিয়ায় রাশিয়ান বিমান হামলায় অন্তত ৫৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলের আল-সাফাহর একটি গ্রামে রবিবার সকালে সংঘটিত এ হামলায় নিহতদের মধ্যে ২১ শিশু রয়েছে।
এসওএইচআর প্রাথমিকভাবে জানায়, আবাসিক ভবনে বিমান হামলার ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। কিন্তু পর্যবেক্ষক গ্রুপের প্রধান রামি আবদেল রহমান সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ধারণা করা হচ্ছে, বিমান হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়বে। তিনি জানান, দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে হামলার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে।
রাশিয়া এই বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে, এ হামলা মূলত জঙ্গিগোষ্ঠী ও তাদের দুর্গে আঘাত হানার জন্যই চালানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ