নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা লুবনা খাতুন নামের এক কলেজ ছাত্রীর ব্যাগে থাকা ১ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে হাসপাতাল বহির্বিভাগের ৫ নং রুমের সামনে এ ঘটনা ঘটে। তিনি রাজশাহী কলেজের রসায়ন বিভাগের ছাত্রী। কলেজ ছাত্রী লুবনা জানান, তিনি রোববার সকালে তার বড় বোনকে নিয়ে রামেক
হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন। কাউন্টারে টিকিট কাটার পর তারা ডাক্তারের চেম্বারের লাইনের সামনে দাঁড়ালে এক নারী তার ভ্যানিটি ব্যাগের মধ্যে থাকা পার্টসটি চুরি করে নেয়। তার মধ্যে ১ হাজার টাকা ও কোচিংয়ের পরিচয় পত্র ছিল। পরে তিনি বিষয়টি হাসপাতাল পুলিশকে জানান।এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, চুরি যাতে না হয় সেজন্য রোগীদের সতর্ক করা হয়। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে