নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে মারধরের ঘটনায় মামলা হওয়ার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবস্থান কর্মসূচী পালন করেছে। তবে কিছুক্ষণের মধ্যেই আবার তারা ওই কর্মসূচী প্রত্যাহার করে কাজে যোগদান করে।
সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে ইন্টার্ন চিকিৎসকরা গিয়ে বসে অবস্থান কর্মসূচী শুরু করে। এ সময় ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে পারেনি। কিছুক্ষণ পরেই তারা হাসপাতাল পরিচালকের সাথে কথা বলে সেখান থেকে গিয়ে কাজে যোগদান করেন।
তবে অবস্থান কর্মসূচী পালন করার কথা অস্বীকার করে রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিসক পরিষদের সভাপতি ডা. কামাল বলেন, আমরা অবস্থান কর্মসূচী পালন করেনি। পরিচালক স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। সাথে মেয়ে ইন্টার্ন চিকিৎসকরা থাকার কারণে সেখানে বসে পড়েছিল। রোগী চিকিৎসায় কোন প্রভাব পড়েনি। আমরা কোন কর্মসূচীর কথা ভাবছিনা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার দিন সমঝোতা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পাঠানো হয়েছিল। তারপরেও পরের দিন রাবিতে আন্দোলন ও পরে আদালতে মামলা। এ বিষয়টি নিয়েই কথা বলতে সেখানে গিয়েছিলাম।
খবর২৪ঘণ্টা/এমকে