নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন, রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ প্রামানিক ও হাফিজুর রহমান (৪৭)।
আজ সকাল ছয়টা ও সকাল সাড়ে নটায় তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, করো নাই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে
ড. মো. শহীদুল্লাহ প্রামানিকের কয়েকদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট হয়েছিল। অপরজন মৃত হাফিজুর রহমান। তার বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে। হাফিজুর স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশন কে জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত নিবে কোথায় লাশ দাফন করা হবে।
এমকে