নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রওশনয়ারা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা ঠাকুর দৌলতপুর এলাকার মুসলেমের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশনয়ারা নামের ডেঙ্গু আক্রান্ত এক নারী মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায়
হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। গত ৮ সেপ্টেমবর তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে রামেক হাসপাতালে গত ১০ সেপ্টেমবর স্থানান্তর করা হয়। ১১ সেপ্টেমবর তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরা হলেন, আব্দুল মালেক, শাপলা বেগম ও রওশনয়ারা বেগম। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ১ জন চিকিৎসাধীন রয়েছে। এদিন,
হাসপাতালে ভর্তি হয় ১ জন। আর চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়ি ফেরেন ২ জন। এ পর্যন্ত হাসপাতালে ৬৮৫ জন ভর্তি হয়। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন।
আর/এস