রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে তিনজন ডেঙ্গু রোগী। এর মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। অন্য দুজন আছেন সাধারণ ওয়ার্ডে। গত ২ আগস্ট রামেক হাসপাতালে প্রথম একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়।
এরপর সোমবার পর্যন্ত ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালটিতে এখন ভর্তি আছেন তিনজন। এ বছর ডেঙ্গুতে এখনও কোন রোগীর মৃত্যু হয়নি এখানে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, এখন ৩ জন রোগী ভর্তি আছে। এ তিন রোগীর মধ্যে ৬০ বছরের এক বৃদ্ধ আইসিইউতে আছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা। এ ছাড়া রাজশাহীর রাজপাড়া থানা এলাকার ২৮ বছরের এক ব্যক্তি ৪২ নম্বর ওয়ার্ডে এবং নাটোরের লালপুরের ২৪ বছরের এক যুবক ৫৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এ দুই রোগী ঢাকা থেকে এসেছেন। তাঁরা মোটামুটি ভালই আছেন। তবে আইসিইউতে থাকা রোগীর অবস্থা খুব ভাল নয়। তাঁর কোন ট্রাভেল হিস্টরিও নেই।
এস/আর