নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি ঘণ্টায় ১ জনেরও বেশি নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে নতুন ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত হাসপাতালে মোট ২৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এরমধ্যে চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৫০ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন। বৃহস্পতিবার চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৬ জন রোগী। পূর্বের তুলনায় প্রতিদিনই রামেক হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। পবিত্র ঈদুল আযহার আগে ও পরে আরো ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা
করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে নতুন ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত হাসপাতালে মোট ২৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এরমধ্যে চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৫০ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন। বৃহস্পতিবার চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৬ জন রোগী। ডেঙ্গু কর্নার ছাড়াও হাসপাতালের অন্যান্য মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। ডেঙ্গু রোগ হলে আতঙ্কের কিছু নেই। সময়মত চিকিৎসা নিলে ডেঙ্গু রোগ ভালো হয়।
আর/এস