নিজস্ব প্রতিবেদক :
ইন্টার্ন চিকিৎসকদের উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে সরজমিনে হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখা যায়, হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী থাকলেও নেই ইন্টার্ন চিকিৎসকরা। সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছে এ্যাডমিশন ওয়ার্ডগুলোতে আসা রোগীরা। কারণ হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে প্রথম ইন্টার্ন চিকিৎসকরাই সেবা দিয়ে থাকেন।
কর্মবিরতির কথা ইন্টার্ন চিকিৎসকরা সরাসরি স্বীকার না করলেও তাদের ডিউটি পালন করতে দেখা যায়নি। এমনই চিত্র দেখা গেছে হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে।
কর্মবিরতির বিষয়ে রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। পরে জানাবেন বলে জানান।
তবে হাসপাতালের অন্য একটি সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই টানা কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাই এখন সিএ ও রেজিস্ট্রাররাই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান শুক্রবার দুপুরে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বসার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী বুধবার রাতে নারী ইন্টার্ন চিকিৎসককে খারাপ কথা বলার অভিযোগে রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে মারধর করে। ঘটনা পরবর্তী সংবাদ প্রকাশের পর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঘটনা তদন্ত করে ২৫ ফেব্রুয়ারীর মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন রাজপাড়া থানার ওসিকে। তারপর গত কয়েকদিন আগে ৮ ইন্টার্ন চিকিৎসকের নামে আরেকটি মামলা দায়ের করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে