রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে আজ রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই রোগীর বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। তিনি পাবনা জেলার বাসিন্দা।
এদিকে, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জন রোগী ভর্তি হয়েছে। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনায় এক রোগীর মৃত্যু হয়েছে।
১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ৩১ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৩জন। তার মধ্যে রাজশাহীর ২২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁ ও নাটোরের চারজন করে।
হাসপাতালের পরিচালক আরও জানান, হাসপাতালে করোনা নিয়ে নতুন ভর্তি ১১ জন। উপসর্গ নিয়ে ভর্তি ১৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তিকৃত ৬ জনের।
এদিকে, সর্বশেষ এই ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ১১ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৬৫ শতাংশ।
বিএ/