নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আজিজুর রহমান নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার রাতে তিনি মারা যান।
আজিজার রহমানের (৭৫) বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। তিনি মৃত রমজান আলীর ছেলে। করোনা আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে করোনা ইউনিটে গত ২ জুন হতে চিকিৎসাধীন ছিলেন।
এরপর গত রাত সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তার লাশ দাফনের সার্বিক ব্যবস্থা দেয়া হচ্ছে কোয়ান্টাম মেথডকে। জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস। খবর২৪ঘন্টা / এবি