নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৬০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে ছুটি শেষে বাড়ি ফিরে গেছেন। আর এ পর্যন্ত হাসপাতালে মোট ৬৩১ জন রোগী ভর্তি হয়েছেন। গত জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত রামেক হাসপাতালে প্রচুর ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। ঈদের ছুটিতে এর সংখ্যা আরো বাড়ে। তবে কিছুদিন পরই আবার ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমে যায়। পবিত্র ঈদুল আযহার দিন ডেঙ্গু আক্রান্ত এক রোগী রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আর একজন বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পূর্বের তুলনায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে গেছে। যখন বেশি রোগী ভর্তি হয়েছিল তখন হাসপাতালের পৃথক একটি ডেঙ্গু কর্নার খোলা হয়। ডেঙ্গু কর্নার ছাড়াও হাসপাতালের ২৫ নং ওয়ার্ড ও অন্যান্য মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হয়। অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ রোগী ভর্তি হয়। এদিন ছুটি নিয়ে বাড়ি ফেরেন ৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১
জন। এ পর্যন্ত মোট রামেক হাসপাতালে রোগী ভর্তি হয় ৬৩২ জন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেন ৬০০ জন। হাসপাতালের আইসিইউতে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল
৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ রোগী ভর্তি হয়। এদিন ছুটি নিয়ে বাড়ি ফেরেন ৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১ জন। এ পর্যন্ত মোট রামেক হাসপাতালে রোগী ভর্তি হয় ৬৩২ জন। আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেন ৬০০ জন। হাসপাতালের আইসিইউতে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
আর/এস