নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করতে না দেওয়ায় নাসির হোসেন নামের এক আনসার সদস্যকে পিটিয়েছে রোগীর স্বজনরা। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, নগরীর বোয়ালিয়া থানাধীন মালোপাড়া এলাকার আফজালের ছেলে মনিরুল ২২ ওসোহানের ছেলে জনি ১৮। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে ডিউটি করছিল আনসার সদস্য নাসির।
এ সময় এক রোগীর ৫ জন আত্মীয় অপারেশন থিয়েটারে প্রবেশ করতে চায়। কর্তব্যরত আনসার ৩জনকে যেতেবলে দু’জনকে বাইরে থাকতে বললে তারা ওই আনসার সদস্যকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অন্য আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাসিরকে উদ্ধার করে ও দুইজনকে আটক করে। তাদের হাসপাতাল পুলিশ বক্সে জমা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে হাসপাতাল আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মাহফুজ বলেন, রোগীর স্বজনরা অন্যায়ভাবে আমাদের কর্তব্যরত আনসার সদস্যকে পিটিয়েছে। এরমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে