নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া অজ্ঞাতনামা (৫০) নামের এক বৃদ্ধার লাশ নিয়ে বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তির চারদিন ও মৃত্যু হওয়ার পর দুই দিন পেরিয়ে গেলেও তার পরিচয় মেলেনি। ১৬ আগস্ট বিকেল ৬টার দিকে হাসপাতালে ৩০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর ওই বৃদ্ধার লাশ হাসপাতাল মর্গের হিমঘরে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানান, গত ১৩ আগস্ট কে বা কারা ওই অজ্ঞাতনামা ওই বৃদ্ধাকে হাসপাতালের ৩০ নং ওয়ার্ডে ভর্তি করে ফেলে রেখে চলে যায়।
এরপর আর কেউ তার খোঁজ নিতে আসেনি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট বিকেল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পরে নিহতের লাশ হাসপাতাল মর্গের হিমঘরে রাখা হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। অবশেষে পরিচয় না পেলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে। কেউ তাকে চিনে থাকলে রাজপাড়া থানা অথবা হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
এস/আর