নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। বর্তমানে লাশটি রামেক হাসপাতালের মর্গে রয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে কে বা কারা আহতবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে চলে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যু হওয়ার পরও তার পরিচয় না পাওয়া যাওয়ায় বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। লাশের পরিচয় না পেলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে। বিষয়টি রাজপাড়া থানায় জানানো হয়েছে।
মর্গের দায়িত্বরত পুলিশ কন্সটেবল সোহেল বলেন, একটি অজ্ঞাতনামা লাশ রয়েছে। পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা/এমকে