নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে হাসপাতালের ১০ নং শিশু ওয়ার্ডে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনরা আতঙ্কে দিক-বিদিক ছোটাছুটি শুরু করে।
রামেক হাসপাতাল আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার পিসি মাহফুজুর রহমান জানান, রোগীর স্বজনরা কাপড় শুকানোর জন্য মেলে দিয়েছিল। রাতে শোয়ার সময় লোকজন কয়েল ধরিয়ে দিলে সেখান থেকে কাপড়ে ধরে যায়। আগুন ধরার সাথে সাথেই জানতে পেরে পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
খবর২৪ঘণ্টা/এমকে