নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে জালাল (৫০) নামের এক দালালকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২টার দিকে রামেক হাসপাতালের আউটডোর থেকে তাকে আটক করে লক্ষীপুর বক্স পুলিশ। আটক দালাল নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মোজাফফরের ছেলে। এ তথ্য নিশ্চিত করে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ
এটিএসআই মাহবুব রহমান জানান, আটক দালাল জালাল বেশ কয়েকজনের চিকিৎসকের হয়ে দালালি করে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বাইরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। বুধবার দুপুরে রোগী ধরার চেষ্টা করছিল। এ সময় ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে রাজপাড়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
এস/আর