রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাওয়ায় অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেছে এক শিক্ষার্থী। সোমবার রাত ৯টার দিকে ওই অধ্যক্ষের চেম্বারে এ ঘটনা ঘটে। ঘটনার পর অধ্যক্ষ নগরীর মতিহার থানায় মামলা করলে পুলিশ রাতেই ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে।
মারধরকারী শিক্ষার্থী এহসানুল আলম জয় ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমের ছেলে।
মারধরের শিকার কলেজের অধ্যক্ষ মো. শফিউল আলম বলেন, ‘স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয় বাদ পড়ার পরও খেলায় অংশগ্রহণের দাবি করে। অন্যথায় খেলা বন্ধ করে দেয়ার হুমকি দেয়। পরে সোমবার রাতে আমার চেম্বারে এসে খেলা বন্ধ করে দিতে বলে জয়। আমি বন্ধ করতে না চাইলে জয় অশালীন ভাষায় গালিগালাজ করে ও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।’
জানতে চাইলে এহসানুলের বাবা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি খুব অসুস্থ। এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার বিষয়টি জানতে পেরে পুলিশ রাতেই জয়কে আটক করে। পরে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
খবর২৪ঘণ্টা.কম/নজ