রাবি প্রতিনিধিঃ এবার রামেকের বিরদ্ধে ৫৭ ধারায় মামলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল জহিরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ইন্টারনেটে মানহানিকর বক্তব্য প্রদান ও তা প্রচার করায় রামেকের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭(২) এ ধারায় মামলা হয়েছে। আজ বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম এর ফেসবুক একাউন্ট মারফতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল, ঢাকায় আইসিটি আইনের ৫৭(২) ধারায় ১০ জনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করলে, ট্রাইব্যুনাল পিটিশনটি গ্রহণ করে শাহবাগ থানাকে মামলাটি এফআইআর (F.I.R) হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত করার নির্দেশ দেয়। এর আগে রাবির ঐ শিক্ষক এবং রামেকের মধ্যে মামলা পাল্টা মামলার পর এবার রামেকের বিরুদ্ধে ৫৭(২) ধারায় আইসিটি আইনে এ মামলা। উল্লেখ্য যে বিগত ১৪ ফেব্রুয়ারি রাতে রামেকে চিকিৎসা নিতে গেলে মারধরের স্বীকার হন রাবির আইন বিভাগের শিক্ষক অধ্যাপক এনামুল জহির।
খবর২৪ঘণ্টা.কম/রখ