: পাইলস্ রোগে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহাদাত হোসেন (২৪) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। রবিবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন থেকে তিনি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছিলেন।
শাহাদাত হোসেন ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার পানবাড়ি গ্রামের মালদ্বীপ প্রবাসী রুহুল আমিন প্রধানের ছেলে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে থাকতেন তিনি।
শাহাদাতের সহপাঠী রাকিবুল জানান, চার বছর আগ থেকে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছিলেন তিনি। তখন থেকেই চিকিৎসা নিয়ে আসছিলেন শাহাদাত। গত ৭ জানুয়ারি রামেক হাসপাতালে তিনি অপারেশন করান। এরপর থেকে তিনি পরিবার নিয়ে বিনোদপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত শুক্রবার থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফের তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোরে হাসপাতালেই তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক এম আসাদুল হক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমি হাসপাতালেই আছি। শাহাদাতের লাশ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
খবর২৪ঘণ্টা, জেএন