নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম লেলিন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ ও ৮ জনকে খালাস দিয়েছে আদালত। ফাঁসির আসামীরা হলেন, আরিফুল ইসলাম মানিক, সবুজ শেখ ও আব্দুস সালাম পিন্টু। এরমধ্যে সবুজ পলাতক রয়েছে।
খালাস প্রাপ্তরা হলো, আনোয়ার হোসেন উজ্জল, নাসরিন আক্তার রেশমা, সিরাজুল, আল মামুন, সাগর, জিন্নাত, আরিফ। আজ সোমবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।
উল্লেখ্য, এর আগে গত ২০১৪ সালের ১৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় ড. শফিউল ইসলাম লেলিনকে। পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই বছরেরই ২৩ নভেম্বর যুবদল নেতা আব্দুস সামাদ পিন্টুসহ ছয় জনকে ঢাকা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে পিন্টুর স্ত্রী নাসরিন আখতারকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রেশমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
ঘটনার এক বছর পর ২০১৫ সালের ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক রেজাউস সাদিক আদালতে চার্জশিট দাখিল করেন। এতে রাজশাহী জেলা যুবদলের তৎকালীন আহ্বায়ক জেলা বিএনপির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জলসহ ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলার একজন ছাড়া ১০ আসামি বর্তমানে জামিনে আছেন। তবে বিএনপি নেতাসহ কয়েজন খালাস পান।
খবর ২৪ ঘন্টা/আর