নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে মারধরের ঘটনায় আটজনকে আসামী করেছে মামলা করেছেন রাজশাহী কোর্টের এ্যাড. বজলে তৌহিদ আল হাসান।
মঙ্গলবার রাজশাহী মহানগর হাকিম আদালতের বিচারক কুদরাত-ই-খুদার কাছে ইন্টার্ন প্রিয়ঙ্কা ও কামালসহ আটজনের নামে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, ইন্টার্ন লুৎফর রহমান, আতিক, হিমেল সাহা, চিন্ময় মৈত্র, আব্দুর রহমান কাজল ও জাহিদ কামাল কনক। আদালত মামলাটি আমলে নিয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরের মেয়ে সাজিয়া চিকিৎসাধীন ছিল। বুধবার রাতে শিক্ষক এনামুল জহির ৩০ নং ওয়ার্ডে মেয়ের কাছে যাওয়ার সময় ইন্টার্ন চিকিৎসক প্রিয়ঙ্কার সাথে তার ধাক্কা লাগে। এ সময় ওই ইন্টার্ন তাকে সরি বলতে বললে তিনি তাকে ননসেন বলে। এরপর ওই ইন্টার্ন বিষয়টি ডা. কামালকে জানালে সব ইন্টার্ন চিকিৎসক ৩০ নং ওয়ার্ডে গিয়ে রুম থেকে বের করে বেধড়ক মারধর করে। পরে ওই শিক্ষক হাসপাতাল থেকে চলে যায়।
পরের দিন সকালে মারধরের ঘটনার প্রতিবাদে রাবির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। সেই দিনই রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করেন। সেই সাথে ২৫ ফেব্রুয়ারীর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজপাড়া থানার ওসিকে নির্দেশ দেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।