নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত সংস্কারসহ ১২৫ দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
ছাত্রশিবির জানায়, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিতভাবে এসব প্রস্তাবনা পেশ করেছে। ২০টি পৃথক সেগমেন্টে বিভক্ত দাবিগুলোর মধ্যে রয়েছে—একাডেমিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষক নিয়োগ পদ্ধতির সংস্কার, আবাসন সংকট নিরসন, ক্যাম্পাসে বিশুদ্ধ পানির ব্যবস্থা, খাদ্য ব্যবস্থার উন্নয়ন, কেন্দ্রীয় গ্রন্থাগার ও চিকিৎসাকেন্দ্র সংস্কার এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন।
এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, ধর্মীয় উপাসনালয় সংস্কার, টিএসসিসি সংস্কার, ছাত্র সংগঠনগুলোর জন্য রেজিস্ট্রেশনের সুনির্দিষ্ট নীতিমালা, ভবনগুলোর ওয়াশরুম সংস্কার, অনলাইন পেমেন্ট সিস্টেম চালু, যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর ও ক্যাম্পাসেই শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “এই প্রশাসন দায়িত্ব গ্রহণের পর আট মাস অতিক্রম করলেও শিক্ষার্থীদের জন্য কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারেনি। আমরা যেসব দাবি জানিয়েছি, তার অনেকগুলো অল্প সময়ের মধ্যেই বাস্তবায়নযোগ্য। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আমরা মাঠে নেমে আন্দোলন করতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, “রাকসু নির্বাচন ৩১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসব দাবি পূরণ হলে শিক্ষার্থীদের একাডেমিক, আবাসিক ও সামাজিক জীবনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
বিএ…
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।