নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মামলার কার্যক্রমের শুনানি শেষে এ তথ্য জানান আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিরাজ শওকত সালেহী সাংবাদিকদের জানান, রাবি ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় মোট ১১০ জন আসামীর মধ্যে ৬ জন মারা যাওয়ায়
১০৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এদিন সাঈদীসহ ৪৭ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। মামলার কার্যক্রম স্থগিত থাকার পরে আবার কার্যক্রম শুরু হলো। হাজিরা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে আবার প্রিজন ভ্যানে রাজশাহীর কারাগারে নিয়ে যাওয়া হয় দেলোয়ার হোসেন সাঈদীকে। ২০১০ সালে ফারুক হত্যার পর নগরীর মতিহার থানায় মামলাটি দায়ের করা হয়। আসামীপক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সেলিম জানান, ফারুক হত্যা মামলায় মোট আসামী ছিলেন ১১০ জন। এরমধ্যে মারা যাওয়ায় ৬
জনকে বাদ দিয়ে ১০৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। হাজিরার দিন আদালতে উপস্থিত ছিলেন সাঈদীসহ ৪৭ জন আসামী। আসামী পক্ষের ১০ জন আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালতে নিয়ে আসা হয়।
আর/এস