রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) সকল বর্ষের ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পূর্ণ করা হবে। রবিবার(১২ অক্টোবর) সকালে উপচার্য ভবনে এক সভায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক মো. বাবুল ইসলাম এবং সিএসই বিভাগের প্রফেসর এ এফ এম মাহবুবুর রহমান এ সম্পর্কিত তথ্য উপাত্ত প্রদর্শন করেন।
রবিবার দুপুরে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো: আজিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পূর্বে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সেবা চালু ছিলো, এখন থেকে সকল বর্ষের শিক্ষার্থীরা এই সেবার আওতায় আসবে। এ ব্যবস্থার মাধ্যমে তারা প্রয়োজনীয় ফিসমূহ ও নিজ নিজ ভর্তি অনলাইনে সম্পূর্ণ করতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের ভর্তির জন্য বিভিন্ন অফিস ও ব্যাংকে যেতে হবে না।
উক্ত সভায় উপচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজজিুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এস/আর