রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূর। বৃহস্পতিবার দুপুরে এ দায়িত্বে যোগদান করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান, সাবেক অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের কল্যাণের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছে। আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করবো।’
অধ্যাপক তারেক নূর ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। তিনি ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত সহকারী প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ২০১৮ সালের অক্টোবরে রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু ছাত্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালের মার্চে তৎকালীন রেজিস্ট্রার এম এ বারী স্বাক্ষতির এক আদেশে তাকে অব্যাহতি দেয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদ দেয়া হয়।
এস/আর